Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

  ***Source tax deduction certificate for financial year 2022-23 is being issued from all District Savings Offices & Special Bureaus. It is also provided by Google Form. Google Form Link https://forms.gle/PsPW9Vr2Ru55BNxG6  ***

*** ০১ ডিসেম্বর, ২০২৪ খ্রি: হতে সঞ্চয়পত্রের পুন:বিনিয়োগ সুবিধা চালু হয়েছে। পুন:বিনিয়োগ সুবিধা পেতে সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির পূর্বে ইস্যু অফিসে আবেদন করার বাধ্যবাধকতা রয়েছে। গ্রাহক সশরীরে উপস্থিত হয়ে আবেদন না করলে পুন:বিনিয়োগ সুবিধা পাবেন না। *** পেনশনার সঞ্চয়পত্রের বিনিয়োগকারীগণ ১ ডিসেম্বর, ২০২৪ খ্রি: হতে প্রতি মাসে মুনাফা প্রাপ্য হবেন। উল্লেখ্য ০১ ডিসেম্বর, ২০২৪ খ্রি: তারিখের আগে ক্রয়কৃত পেনশনার সঞ্চয়পত্রও এই সুবিধার আওতায় আসবে।***


পেনশনার সঞ্চয়পত্র

পেনশনার সঞ্চয়পত্র

পেনশনার সঞ্চয়পত্র (প্রবর্তনঃ ২০০৪ খ্রিঃ)

মূল্যমানঃ  ৫০,০০০ টাকা;  ১,০০,০০০ টাকা; ২,০০,০০০ টাকা;  ৫,০০,০০০ ও ১০,০০,০০০ টাকা।

কোথায় পাওয়া যায়ঃ জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়।

মেয়াদঃ ৫ (পাঁচ) বছর।

মুনাফা হারঃ

ক্রমিক নং

সঞ্চয় স্কিমের নাম

মেয়াদ (উত্তীর্ণ হইলে)

৭,৫০,০০০ টাকা পর্যন্ত

৭,৫০,০০১ টাকা হতে তদূর্ধ্ব

পুনঃনির্ধারিত মুনাফার হার (%)

 

পেনশনার সঞ্চয়পত্র

১ম বছরান্তে

১০.২৩%

১০.১১%

২য় বছরান্তে

১০.৭৫%

১০.৬২%

৩য় বছরান্তে

১১.৩১%

১১.১৭%

৪র্থ বছরান্তে

১১.৯১%

১১.৭৫%

৫ম বছরান্তে

১২.৫৫%

১২.৩৭%

 

 

মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে উপর্যুক্ত ছকে উল্লিখিত হারে মুনাফা প্রাপ্য হবে এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা হতে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে।

 

উৎসে করঃ পেনশনার সঞ্চয়পত্রে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর কোন উৎসে কর কর্তন করা  হয় না। ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর ১০% হারে উৎসে কর কর্তন করা হয়।

যারা ক্রয় করতে পারবেনঃ অবসরপ্রাপ্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী/স্ত্রী/সন্তান।

ক্রয়ের ঊর্ধ্বসীমাঃ প্রাপ্ত আনুতোষিক (Gratuity) ও ভবিষ্য তহবিলের অর্থ (চূড়ান্ত) মিলিয়ে একক নামে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা।

অন্যান্য সুবিধাঃ

(ক)   প্রতি মাসে মুনাফা প্রদেয়;

(খ)    নমিনি নিয়োগ করা যায়;

(গ)    সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনি সাথে সাথেই অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র নগদায়ন করতে পারেন।