Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

***২০২২-২৩ অর্থবছরে সঞ্চয়পত্রের অর্জিত মুনাফা হতে কর্তিত উৎসে কর প্রত্যয়নপত্র জেলা সঞ্চয় অফিস/ব্যুরো ও বিশেষ ব্যুরো অফিসসমূহ হতে বিতরণ করা হচ্ছে।  Google Form-এর মাধ্যমে অনলাইনে উৎস কর কর্তনের সনদ প্রদান করা হচ্ছে। গুগল ফরম লিংক https://forms.gle/PsPW9Vr2Ru55BNxG6          ***Source tax deduction certificate for financial year 2022-23 is being issued from all District Savings Offices & Special Bureaus. It is also provided by Google Form. Google Form Link https://forms.gle/PsPW9Vr2Ru55BNxG6  ***


ভিশন ও মিশন

রূপকল্প: সামগ্রিকভাবে সঞ্চয় ব্যবস্থাপনাকে আধুনিকায়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখা।

 

অভিলক্ষ্য: জাতীয় উন্নয়নে অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র আয়ের জনগোষ্ঠীকে সঞ্চয়ে সম্পৃক্তকরণ এবং প্রযুক্তি বান্ধব সেবা প্রদান নিশ্চিতকরণ।

 

উদ্দেশ্যসমূহঃ

  • জনগণকে সঞ্চয়ী হতে উদ্বুদ্ধ করা;
  • বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কীমের মাধ্যমে আহরণ করা;
  • সঞ্চয় স্কীমের মাধ্যমে আহরিত অর্থ দ্বারা জাতীয় বাজেট ঘাটতি পূরণ করা;
  • জাতীয় সঞ্চয় স্কীমের মাধ্যমে দেশের বিশেষ বিশেষ জনগোষ্ঠী যেমন- মহিলা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা/কর্মচারী, বয়োজ্যেষ্ঠ নাগরিক,প্রবাসী বাংলাদেশীএবং শারীরিক প্রতিবন্ধীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনয়ন;
  • বৈদেশিক নির্ভরতা  হ্রাস এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করা ইত্যাদি।